IE and Textile | Textile Learning Blog

LC এর পূর্ণরূপ কি? এল সি কাকে বলে বা LC এর প্রকারভেদ কি? - IE And Textiles

Breaking News

LC এর পূর্ণরূপ কি? এল সি কাকে বলে বা LC এর প্রকারভেদ কি?

 LC এর পূর্ণরূপ কি? এল সি কাকে বলে বা LC এর প্রকারভেদ কি?

🤚 LC এর পূর্ণরূপ হলো: Letter of Credit / এলসিলেটার অব ক্রেডিট
এলসি বা লেটার অফ ক্রেডিট হচ্ছে ব্যবসায়িক লেনদেন বা টাকা পরিশোধ করার একটি মাধ্যম বা প্রক্রিয়া। যা প্রায়ই আন্তর্জাতিক বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেরন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াট সকলের কাছে নির্ভরযোগ্য বিশ্বস্ত এবং এলসি এর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশ তাদের ব্যবসায়িক/আর্থিক লেনদেন করে থাকে।

আমদানি রপ্তানি ক্ষেত্রে টাকা পরিশোধ করার প্রয়োজন হয়। আর টাকা পরিশোধের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গ্যারেন্টেড পেমেন্ট মেথড হলো লেটার অফ ক্রেডিট বা এলসি। LC কে আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি কমানোর একটি হাতিয়ার বলা হয়।

🤚
লেটার অব ক্রেডিট কাকে বলে?

https://ietextiles.blogspot.com/




এলসি হলো আমদানিকারকের পক্ষ থেকে আমদানিকারকের ব্যাংক দ্বারা জারি করা একটি লিখিত নথি ইস্যু করে যার মাধ্যমে রপ্তানিকারককে আশ্বস্ত করা হয় যে ইস্যুকারী ব্যাংক উভয় পক্ষের মধ্যে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য রপ্তানিকারককে অর্থ প্রদান করবে। আমদানিকারক হল এলসির আবেদনকারী, আর রপ্তানিকারক হল সুবিধাভোগী।

সহজ ভাষায়, লেটার অব ক্রেডিট/LC হল একটি ব্যাঙ্ক দ্বারা বিক্রেতাকে দেওয়া একটি অর্থপ্রদানের অঙ্গীকার এবং এটি আবেদনকারী অর্থাৎ ক্রেতার পক্ষে জারি করা হয়। ক্রেতা হলেন আবেদনকারী এবং বিক্রেতা হলেন সুবিধাভোগী। যে ব্যাংক এলসি ইস্যু করে তাকে ইস্যুয়িং ব্যাংক হিসাবে উল্লেখ করা হয় যা সাধারণত ক্রেতার দেশে থাকে। যে ব্যাংকটি বিক্রেতাকে এলসির পরামর্শ দেয় তাকে অ্যাডভাইসিং ব্যাংক বলা হয় যা সাধারণত বিক্রেতার দেশে থাকে।এলসি এর প্রকারভেদ:

1.   Revocable LC
2.   Irrevocable LC
3.   Confirmed LC
4.   Transferable LC
5.   Divisible LC
6.   Revolving LC
7.   Restricted LC
8.   Red-clause LC
9.   Green clause LC
10. Back to back LC
11. With Recourse LC
12. Without Recourse LC

🤚
এলসি খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

1.   
এলসি আবেদন ফরম
2.   
এলসিএ ফরম (Letter of Credit Authorization Application Form)
3.   
আইএমপি ফরম
4.   
টিএম ফরম
5.   
চুক্তি ফরম
6.   
চার্জ ডকুমেন্ট
7.   
গ্যারান্টি ফরম।

🤚 LC
এর আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট:

1.   Bill of Lading
2.   Airway Bill
3.   Commercial Invoice
4.   Insurance Certificate
5.   Certificate of Origin
6.   Packing List
7.   Certificate of Inspection

🤚
লেটার অব ক্রেডিট কেন গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা একে অপরের সাথে পরিচিত নয়, তাই তাদের মধ্যে আর্থিক লেনদেনের জন্য প্রয়োজন একটি নির্ভরযোগ্য মাধ্যম। অর্থাৎ, আমদানিকারকদের পণ্য প্রাপ্তির আগে রপ্তানিকারকদের অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন পড়ে। আর এই প্রতিবন্ধকতা কমাতে এলসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন লেটার অব ক্রেডিট হলো ক্রেতা (আমদানিকারক) বিক্রেতা (রপ্তানিকারক) এর মধ্যকার লেনদেনের একটি জনপ্রিয় পদ্ধতি যা ব্যাংকের মাধ্যমে হয় এবং এটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য কাজ করে থাকে। এটি একটি আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের পেমেন্ট পদ্ধতি যা উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

No comments