Garments Quality question and answer Bangla
Garments Quality question and answer Bangla
Garments Quality question and answer Bangla
গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন ,গার্মেন্টস কোয়ালিটি বিভাগে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যেইসব প্রশ্ন করা হয়ে থাকে
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর (Quality inspector) কি?
উত্তর : কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং, কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ মান পরিদর্শক।
প্রশ্ন-২. গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যে সব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা। যা একজন সুপারভাইজার এর পরেই পদ।
প্রশ্ন-৩. গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টসে কোয়ালিটির কাজ হলো পন্যের গুনগত মান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা।
প্রশ্ন-৫. এসপিআই (SPI) কি?
উত্তর : Stitch
Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন-৬. গার্মেন্টস (Garments) অর্থ কি?
উত্তর : পোশাক।
প্রশ্ন-৭. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর :
Acceptable Quality Lebel (গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা)।
প্রশ্ন-৮. CB এর Full Meaning কি?
উত্তর : CB এর Full Meaning হচ্ছে Centre Back।
প্রশ্ন-৯. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হচ্ছে– Dying to Match (রঙের সাথে মিল থাকা)।
প্রশ্ন-১০. GTM এর Full Meaning কি?
উত্তর : GTM এর Full Meaning হচ্ছে– Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন-১১. HPS এর Full Meaning কি?
উত্তর : HPS এর Full Meaning হচ্ছে– High Point Shoulder.
প্রশ্ন-১২. LPS এর Full Meaning কি?
উত্তর : Low
Point shoulder.
ডিফেক্ট ও অল্টার (Defect and Alter)
প্রশ্ন-১. ডিফেক্ট কত প্রকার?
উত্তর : ডিফেক্ট তিন প্রকার। যথাঃ ১. Major Problem (বড় ধরনের সমস্যা), ২. Minor Problem (ছোট ধরনের সমস্যা), ৩. Critical Problem (ক্ষুদ্র ধরনের সমস্যা)।
প্রশ্ন-২. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন-৩. স্কিপ স্টিচ কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।
প্রশ্ন-৪. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে বলা হয় প্লিট।
প্রশ্ন-৫. ওপেন স্টিচ কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।
১. ডিফেক্ট কত প্রকার?
উত্তর : তিন প্রকার।
★ Major.
★ Minor.
★ Critical.
২. ফেব্রিক defect কি কি?
উত্তর..
★ Fabric fault.
★ Fabric hole.
★ Fabric slap.
★ Fabric Run.
★ Colour contamination.
৩. Iron
defect কি ?
উত্তর: যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark, shining mark.
4. Iron ক্ষেত্রে কত সংকেত তাপমাত্রা কত ডিগ্রী বুঝায় ?
উত্তর: 110 ডিগ্রী তাপমাত্রা বুঝায় ১৫০ ডিগ্রি তাপমাত্রা বুঝায়.
210 ডিগ্রি তাপমাত্রা বুঝায়..
৫. Lay কি?
উত্তর: Lay হল কাপড়ের প্রতিস্থাপন।
৬. Shade কাকে বলে?
উত্তর : একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে।
৭. Cutt
mark কাকে বলে?
উত্তর. cutt
mark হল সেলাইয়ের আগে. সেলাইয়ের জন্য cutting থেকে যে mark
দেওয়া হয় তাকে cutt mark বলে.
৮. লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর: লাইনে blue card হল technical problem. Black
card হল mechine problem.
৯. Zipper কয়টি অংশ?
উত্তর: জিপারের পাঁচটি অংশ,
★ Zipper tape.
★ Zipper teeth.
★ Runner.
★ Puller.
★ Stopper.
১০. A.Q.L ফুল মিনিং কি?
উত্তর:
Acceptable Quality Level.
১১. নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর: নিডেল তিন প্রকার,
★ Sharp neddle
★ Ball point neddle.
★ Universal neddle.
Sharp neddle lock stc.ball point neddle chain looper.এবং universal
neddle উভয় কাজে ব্যবহার করা হয়
১২. ওয়াস প্রকার ও কিকি?
উত্তর: Wash 5 প্রকার
★ Normal wash.
★ Enzyme wash.
★ Silicon wash.
★ Sone wash.
★ Garment wash.
১৩. Marker কত প্রকার ও কি কি?
উত্তর: marker
5 প্রকার
★ Group marker.
★ Solid marker.
★ Lay way marker.
★ All garments one way
marker.
★ Salty Marker.
১৪. Fusing কত প্রকার ও কি কি?
উত্তর: ফিউজিং দুই প্রকার
★Cotton fusing.
★Paper fusin.
১৫. মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর: সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।
১৬.মোকআপ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তর: Mock up
কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য mock up ব্যবহার করা হয়।
১৭. Trim
card কি? Trim
card কেনো ব্যবহার করা হয় ?
উত্তর: শুরু করার জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল trim card.
১৮. Process
ও part পার্থক্য কি?
উত্তর:
যা সেলাই করা হয় তা হল process ও যাকে সেলাই করা হয় তা হল part.
১৯. 1 ইঞ্চিতে কত সেঃ মিঃ?
উত্তরঃ 1 ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার।
২০. ১ইঞ্চিতে কত সুতা?
উত্তরঃ ১ ইঞ্চিতে৮ সুতা.
২১.
Measurement tape কি?
উত্তর:
Measurement tape হল পরিমাপ করার ফিতা।
২২.
Measurement tape কি কি আছে?
উত্তর:
Measurement tape ১৫০০ মিলিমিটার 150 সেন্টিমিটার 60 ইঞ্চি 480 সুতা 1.66 গজ 5 ফুট।
কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তরঃ-
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর(QI) কি?
উত্তর : কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।
প্রশ্ন-২. গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর : গার্মেন্টস অর্থ হল পোশাক।
প্রশ্ন-৩. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
প্রশ্ন-৪. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।
প্রশ্ন-.৫ HPS এর Full Meaning কি?
উত্তর : High
Point Shoulder.
প্রশ্ন-৬. এসপিআই (SPI) কি?
উত্তর : এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন-৭. CB এর Full Meaning কি?
উত্তর : Centre
Back
প্রশ্ন-৮. GTM(জিটিএম) এর Full Meaning কি?
উত্তর : GTM(জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management
(গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন-৯. LPS এর Full Meaning কি?
উত্তর : LPS এর Full Meaning হল Low Point shoulder.
প্রশ্ন-১০. ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর : ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem
গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন । গার্মেন্টস কোয়ালিটি বিভাগে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যেইসব প্রশ্ন করা হয়ে থাকে নিছে আরও কিছু প্রশ্ন দেওয়া হল।
প্রশ্ন-১১. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন-১২. স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।
প্রশ্ন-১৩. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।
প্রশ্ন-১৪. ওপেন স্টিচ(open stich) কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।
প্রশ্ন-১৫. একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।
প্রশ্ন-১৬. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি(inch) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি(inch) থাকে।
প্রশ্ন-১৭. একটি ইঞ্চি টেপে কত ফুট(fit) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ৫ ফুট(fit) থাকে।
প্রশ্ন-১৮. ১০ mm(মিঃমিঃ) সমান কত cm?
উত্তর : ১০ mm(মিঃমিঃ) সমান 1 cm.
প্রশ্ন-১৯. এক ইঞ্চি সমান কত cm?
উত্তর : এক ইঞ্চি = ২.৫৪ cm(সেমিঃ).
প্রশ্ন--২০. ১ মিটার সমান কত cm?
উত্তর : ১ মিটার সমান ১০০ cm.
প্রশ্ন-২১. ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর : ১ মিটার সমান 39.37 ইঞ্চি।
১.ডিফেক্ট কত প্রকার?
উত্তর =তিন প্রকার 1 মেজর. মাইনর. ক্রিটিক্যাল.
২ ফেব্রিকdefect কি কি?
উত্তর.. fabric
fault.fabric hole.fabric slap. fabric Run. colour contamination.
৩ iron
defect কি ?
উত্তর =যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark shining mark.
4. Iron ক্ষেত্রে কত সংকেত তাপমাত্রা কত ডিগ্রী বুঝায় ?
উত্তর = 110 ডিগ্রী তাপমাত্রা বুঝায় ১৫০ ডিগ্রি তাপমাত্রা বুঝায়.
210 ডিগ্রি তাপমাত্রা বুঝায়..
৫. lay কি?
উত্তর lay হল কাপড়ের প্রতিস্থাপন
৬.shade কাকে বলে?
উত্তর =একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে
7.cutt mark কাকে বলে?
উত্তর. cutt
mark হল সেলাইয়ের আগে. সেলাইয়ের জন্য cutting থেকে যে mark
দেওয়া হয় তাকে cutt mark বলে.
8.লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর = লাইনে blue card হল technical problem.black
card হল mechine
problem.
9. Zipper কয়টি অংশ?
উত্তর= জিপারের পাঁচটি অংশ
১. zipper
tape
2.zipper teeth
3.Runner
4.puller
5.stopper
10.A.Q.L ফুল মিনিং কি?
উত্তর
=acceptable quality level.
11.নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর =মেডেল তিন প্রকার
১.sharp
neddle
2. Ball point neddle.
3. Universal neddle.
Sharp neddle lock stc.ball point neddle chain looper.এবং universal
neddle ভয় কাজে ব্যবহার করা হয়
১২. ওয়াস কত প্রকার ও কিকি?
উত্তর = Wash 5
প্রকার 1.Normal
wash. 2.Enzyme wash.3.silicon wash 4.stone wash. 5.garment wash.
১৩.marker কত প্রকার ও কি কি?
উত্তর= marker
5 প্রকার
১.group
marker
2.solid Makkar
3.lay way marker
4. all garments one way marker
5. salty Marka.
14. Fusing কত প্রকার ও কি কি?
উত্তর = ফিউজিং দুই প্রকার
১. cotton
fusing
2. paper fusing
14. মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর =সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।
১৫.মোকআপ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তর = mock
up কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য mock up ব্যবহার করা হয়।
১৬.trim
card কি?trim
card কেনো ব্যবহার করা হয় ?
উত্তর স্টার শুরু করার জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল trim card
16. process ও part পার্থক্য কি?
উত্তর.
যা সেলাই করা হয় তা হল process ও যাকে সেলাই করা হয় তা হল part.ও
17. 1 ইঞ্চিতে কত সেঃ মিঃ?
উত্তর 1 ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার
১৮.1 ইঞ্চিতে কত সুতা?
উত্তর.১ ইঞ্চিতে৮ সুতা.
১৯.
measurement tape কি?
উত্তর=measurement
tape হল পরিমাপ করার ফিতা।
২০. measurement
tape কি কি আছে?
উত্তর
=measurement tape ১৫০০ মিলিমিটার 150 সেন্টিমিটার 60 ইঞ্চি 480 সুতা 1.66 গজ 5 ফুট
২১. কিছু শব্দের ফুলমিনিংসঃ-
SP= shoulder point
Hps=high point shoulder
DN=double needle
BND=back neck drop
FND=Front neck drop
GSM= Gram square meter
UPC=unic price code
PPM=pre production meeting
SPI=stitch per inchi
22.Contrastকাকে বলে?
উত্তর=ফেব্রিক কালার থেকে সুতার কালার ভিন্ন হলে তাকে contrast বলে.
23. সীম অ্যালাউন্স কি?
উত্তর গার্মেন্টসের বর্ধিত অংশকে সীম অ্যালাউন্স বলে।
24.stitch কত প্রকার কি কি?
উত্তর দুই প্রকার:
1. চেইন স্টিচ
2.লক স্টিচ
25. thread কত প্রকার ও কি কি?
উত্তর= thread
4 প্রকার
1.Cotton thread
2.polyester thread
3.silicon thread
4.lylon thread
26.H&M VIP =Order Red VIP Blue VIP .
27. KPI= key performance indicator
28. SRM =Supplier Relationship Manegement.
29.QS=H&M Quality system
30.SPI = stitch Per inchi.
31.DHU=defect hundred Per inchi
32.RN=Registration Number
33.CA=Identification number
34. RQS =Requirment for quality system
35.RFT= Right fist time.
36.QMS= Quality manegement system
Abbrevation of garments word.
1. A.Q.L=Acceptable Quality Level.
2. O.Q.L=Observed Quality Level.
3. D.H.U=Defect Per Hundred Unite.
4. D.T.M=Dying To Match.
5. S.P.I=Stitch Per Inch.
6. E.P.Z= Export processing zone
9. B.G.M.E.A=Bangladesh Garments Manufacturer & Exporter
Association.
10. B.K.M.E.A=Bangladesh Knitwear Manufacturing & Export
Association.
11. F.L=Front Length.
12. F.P.L=Front Placket Length.
13. C.B.L=Center Back Length.
14. B.W=Back Width.
15. S.O.P=Standard Operating Procedure.
16. H.P.S=High Point Shoulder.
17.H & M=Hennas & Maurtz.
18. G.P.Q=Guideline For Production & Quality.
19. I.S.O=International Standardization Organization.
20. F.O.B=Free On Boat.
21. T.O.D=Time Of Delivery.
22. L.O.G.G=Label Of Graded Goods.
23. C.M=Cost Of Manufacturing.
24. L.C=Letter Of Credit.
25. L.G=Letter Of Guarantee.
26. C.M.T=Cutting Making & Trimming.
27. C.F=Center Front.
28. L.W=Length Width.
29. C.C=Carbon Copy.
30. S.N.T.S=Single Needle Top Stitch.
31. D.N.TS=Dubble Needle Top Stitch.
32. P.Q.S=Production Quality Shipment.
33. P.P.S=Pree Production Sample.
34. P.P.M=Pree Production Meeting.
35. B/D=Button Down.
36. K/C=Kent Collar.
37. S/S=Short Sleeve.
38. L/S=Long Sleeve.
39. K/S=Kansai Special.
40. O/L=Over Lock.
41. P/M=Plain Machine.
42. T/ N=Two Needle.
43. S.K.U=Store Keeping Unit.
44. D.H.C=Defect Hundred Counting.
45. UVM=Universal Voluem Manager.
46. U.P.C=Universal Product Code.
47. M.T.L=Mercendising Test Labratory.
48. F.R.I=Final Random Inspection.
49. Q.I.R=Quality Inspection Rating.
50. P.O.M=Point Of Measurement.
51. S.S P=Sheppable Single Pack.
52. S.Q.C=Statesticals Quality Control.
53. T.Q.M=Total Quality Measurement.
54. I.T.S=Intertek Testing Service.
55. G.S.M=Grame Square Metter.
56. G.M.S=Garments Manufacturing Service.
57. B.P.O=Buyer Purches Order.
58. I/O=Internal Order.
59. L/C =Letter Of Credit.
60. P/D=Production Director.
61. M/D=Manageing Director.
62. P/M=Production Manager.
63. A.P.M=Asistant Production Manager.
64. QM= Quality Manager.
No comments